ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

অভিনেতা রুদ্রনীলকে অরিন্দম শীলের কটাক্ষ

পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচন ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসে শুরু হয়েছে ভাঙন। এ নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ। হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভায় যোগ দিতে গিয়ে নতুন জল্পনা উসকে দিয়েছেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। সংবাদমাধ্যমে এ অভিনেতা বলেন—‘এই সভায় যোগ দিতে পারেন অরিন্দম শীলও (পরিচালক অরিন্দম শীল)। আমার সঙ্গে তেমনই কথা হয়েছে।’


এদিকে নির্মাতা অরিন্দম শীল রুদ্রনীলের এমন দাবি অস্বীকার করেছেন। শুধু তাই নয়, এ নিয়ে রুদ্রনীলকে কটাক্ষ করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে অরিন্দম শীল বলেন—‘রুদ্রনীলের সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই। কলকাতা চলচ্চিত্র উৎসবের অনেক দিন আগে তার সঙ্গে কথা হয়েছিল। তা-ও খুদে বার্তায়। কিন্তু রুদ্রনীল কবে থেকে বিজেপির মুখপাত্র হলেন?’


অন্যদিকে কয়েকদিন ধরেই গুঞ্জন উড়ছে, বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন অরিন্দম শীল। এ বিষয়ে তিনি বলেন, ‘জীবনে সব কিছুতে প্রথম সারিতে থেকেছি। ভুঁইফোড়দের মতো পিছুপিছু চললাম, আর ঢুকে পড়লাম এমনটা হবে না।’


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া নেতাদের তালিকায় রয়েছেন—রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, পার্থ সারথী চট্টোপাধ্যায় ও রথীন চক্রবর্তী। তাদের সঙ্গে রয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ। গত ৩০ জানুয়ারি নয়াদিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন তারা।

ads

Our Facebook Page